নয়াদিল্লি-কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.) : এবার ছবি বিতর্কে মুখ পুড়ল তৃণমূলের । নারদ বিতর্কের মধ্যে ছবি বিতর্কে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। রবিবার সকালেই দিল্লির মন্দিরমার্গ থানায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা প্রকাশ কারাত। অন্যদিকে, কলকাতায় লালবাজার সাইবার ক্রাইমেও লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। এদিন ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিপিএম-এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের দাবি, ডেরেক ও’ব্রায়েন যা করেছেন, তা আদতে সাইবার ক্রাইম। সেই অনুযায়ী যেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। কারাতের বক্তব্য, রাজনাথ সিংহের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। এই ধরনের ছবি প্রচার করে তৃণমূল কংগ্রেস জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি প্রকাশ কারাটের। বিরোধীদের বক্তব্য, স্রেফ কার্টুন শেয়ার করার অপরাধে যদি অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করা হয়, তা হলে ডেরেক ও’ব্রায়েনকে ছেড়ে দেওয়া হবে কেন? অন্যদিকে, লালবাজার সাইবার ক্রাইমেও লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। ডেরেক ও ব্রায়েন এবং সুব্রত বস্কির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতারা।-
2016-04-24