নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ দলীয় সভায় অংশগ্রহণ করতে আসার পথে বিজেপির দুই কর্মকর্তার দুর্ঘটনায় অকাল প্রয়াণে নিহতদের পরিবারের হাতে এক লক্ষ টাকা করে সাহায্য তুলে দিয়েছে বিজেপি রাজ্য কমিটি৷ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রয়াত আশুতোষ দে’র স্ত্রী মমতা দাস এবং প্রয়াত জগদীশ দাসের স্ত্রী হেপি দাসের হাতে এক লক্ষ টাকা করে তুলে দেন বিজেপিরাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব৷ এদিন, তিনি জানান, গত ২৬ মার্চ দলীয় সভায় অংশগ্রহণ করতে আসার পথে মুঙ্গিয়াকামীতে পথ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়৷ অপর পাঁচজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন৷ বিজেপি রাজ্য কমিটি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করার পাশাপাশি তাদের শিশু সন্তানদের শিক্ষাদীক্ষার যাবতীয় দায়িত্ব বহন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীদেব৷ এদিন তিনি আরো জানান, গুরুতর আহত হয়ে যে পাঁচজন বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তাদের চিকিৎসা ভারও বিজেপি রাজ্য কমিটি বহন করবে৷
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সাক্ষাৎ করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে নালিশ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি৷ এদিন, সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তাঁকে অবগত করানো হয়েছে৷ পাশাপাশি এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি৷
2016-04-20