বধূ নির্যাতনের মামলা থেকে রেহাই পেলেন প্রাক্তন বিচারক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ এপ্রিল৷৷ পণের জন্য বধূ নির্যাতন মামলা থেকে রেহাই পেলেন প্রাক্তন বিচারক পথিক দাশচৌধুরী ও ডেপুটি রেজিস্ট্রার সন্দীপ দাস৷ প্রাক্তন বিচারক পথিক দাশচৌধুরীর স্ত্রী শম্পা পাল গত ২৮-০৫-court-hammer6২০১৪ইং তারিখে কৈলাসহর থানায় স্বামী ও শ্বশুর সন্দীপ দাসের বিরুদ্ধে  মামলা করেন৷ তদন্ত সাপেক্ষে কৈলাসহর থানা বিচারক ও তার পিতার বিরুদ্ধে ৪৯৮ (এ)/৩৪-আইপিসি ধারায় মামলা নথিভুক্ত করে আদালতে পাঠায়৷  কৈলাসহর থানার মামলার নম্বর কেএলএস পিএস২৩/৪৷ পিতা ও পুত্রের বিরুদ্ধে  মামলায় জে এস প্রথম বিভাগের বিচারক দুজনকে  এক বৎসরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করেন৷ এই রায়ের পরিপ্রেক্ষিতে জেলা দায়রা ও জজ আদালতে কেইস নং সি আর এস আপিল ৯(৩) ২০১৫ আপিল করেন দুই বিবাদি৷ দীর্ঘ শুনানির পর গত ১৬-০৪-১৬ ইং তারিখে প্রাক্তন বিচারক পথিক দাশচৌধুরী ও তার পিতা সন্দীপ  দাসকে বেকসুর খালাস দেন জেলা দায়রা  জজ৷ শম্পা পাল তার স্বামী ও শ্বশুর প্রায় সময় পণের জন্য নির্যাতন করতেন বলে মামলায় উল্লেখ করেছিলেন৷ বিবাদির পক্ষে আপিল মামলা পরিচালনা করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী দ্বীপকবীর ও কৈলাসহরের দুই আইনজীবী  চিরঞ্জিৎ  ভট্টাচার্য, স্বপন কুমার দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *