সুরাট ১৭ এপ্রিল (হি.স.) : এবার হার্দিক প্যাটেলের মুক্তির দাবি ঘিরে গুজরাতে চলছে জেল ভরো আন্দোলন । হার্দিকের মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে প্যাটেলরা। সোমবার যৌথভাবে গুজরাট বনধের ডাক দিয়েছে হার্দিকের ‘পতিদার আনামত আন্দোলন সমিতি’ এবং সর্দার প্যাটেল গ্রুপ। রবিবার তারাই সামিল হল ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচিতে । জেল ভরো কর্মসূচি ঘিরে অশান্তি ছড়ায় গুজরাটের বিভিন্ন এলাকা। আমেদাবাদ, মেহসানায় রাস্তায় বিক্ষোভ সংঘর্ষের চেহারা নেয়। কার্ফু জারি করা হয়েছে মেহসানায়। হার্দিককে গুজরাট সরকার মুক্তি না দিলে তাঁদেরও জেলে ভরতে হবে, রাস্তায় নেমে দাবি তোলে হাজার হাজার মানুষ। শুরু হয় পুলিসের সঙ্গে সঙ্ঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সুরাটের বরচা রোডে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। বেশ কয়েক জায়গায় লাঠিও চালায়। আটক করা হয়েছে অনেককে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী রজনী প্যাটেলের অফিস ভাঙচুর করা হয়। আগুন লাগানো হয় তিনটি মোটর সাইকেলে। কার্ফু জারি করা হয়েছে মেহসানায়। গত বছর অক্টোবর মাসে সরকারি চাকরি এবং শিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণের দাবিতে হার্দিক প্যাটেলের নেতৃত্বে আন্দোলন শুরু করে প্যাটেল সম্প্রদায়। রাজ্য সররকারের পক্ষে বলা হয়, ৪৯ শতাংশ সংরক্ষণ বহাল রয়েছে রাজ্যে। সুপ্রিম কোর্টের নিয়ম মেনে আর নতুন করে সংরক্ষণ দেওয়া যাবে না। ‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় হার্দিককে।
2016-04-17