তিন কট্টর জঙ্গী স্বাভাবিক জীবনে

terroristtriনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ আগ্ণেয়াস্ত্র ছাড়াই তিন জঙ্গী আত্মসমর্পণ করেছে৷ এনএলএফটি এর এই তিন জঙ্গীর নাম গঙ্গারাম রিয়াং ওরফে গঙ্গা (বাড়ি- ভাংমুন), দানাসি রিয়াং ওরফে ডাকটি (বাড়ি- কাঞ্চনপুর) এবং সলেন্দ্র রিয়াং ওরফে সালহুম (বাড়ি- আনন্দবাজার)৷ সংবাদে প্রকাশে, এই তিন জঙ্গী শুক্রবার রাতে বাংলাদেশ থেকে পালিয়ে এসে উত্তর জেলার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অধিকারীকের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে৷ পুলিশ হেড কোয়ার্টার থেকে জানা গিয়েছে, এই তিনজন সম্প্রতি যে তের জন আত্মসর্মণ করেছে তাদেরই সহযোগী৷ পুলিশ জানিয়েছে উক্ত তিনজন কোন আগ্ণেয়াস্ত্র জমা দেয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *