শুখা মরশুমের শুরুতেই পানীয় জলের সংকট, ৪৯ টি পাড়ায় যাচ্ছে ট্যাঙ্কার

water tape-5নিজস্ব, প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ শুখা মরশুম শুরু হতেই পানীয় জলের সংকট বাড়তে শুরু করেছে৷ রাজ্যে ৪৯ টি পাড়ায় ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে৷ প্রতিদিন এক বেলা করে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল পান ঐ ৪৯টি পাড়ার বাসিন্দারা৷ শুক্রবার মহাকরণে সাংবাদিকদের এই খবর জানিয়েছেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক৷ তাঁর কথায়, মূলত উত্তর এবং ধলাই জেলাতেই বেশিরভাগ জলহীন পাড়া রয়েছে৷ সেখানে ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে৷ এছাড়া ঊনকোটি জেলায় কয়েকটি পাড়ায় ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে৷
এদিন, মন্ত্রী জানিয়েছেন রাজ্যে মোট ৮৭২৩টি পাড়া রয়েছে৷ এর মধ্যে ৪৯৯০ টি পাড়াতে সারা বছর পানীয় জল পাওয়া যায়৷ বাকি ৩৭৩৩টি পাড়ায় বছরের সবসময় পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না৷ শ্রীভৌমিক জানান, যে সমস্ত পাড়াতে সারা বছর পানীয় জল পাওয়া যাচ্ছে সেখানে মাথা পিছু প্রায় ৪০ লিটার করে পানীয় জল মিলছে৷ আর যে সমস্ত পাড়াতে সারা বছর পানীয় জল পাওয়া যাচ্ছে না সেখানে মাথাপিছু ১০ থেকে ৪০লিটারের মধ্যে পানীয় জল মিলছে৷ উত্তর জেলায় ৩৮২টি, ঊনকোটি জেলায় ১১৭টি, ধলাই জেলায় ৬২৪টি, খোয়াই জেলায় ৬৪৪টি, পশ্চিম জেলায় ৫৩৫টি, সিপাহিজলা জেলায় ৬১১টি, গোমতী জেলা ৫১২টি এবং দক্ষিণ জেলা ৩০৮ টি পাড়ায় সারা বছর পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাওয়া যায় না বলে শ্রী ভৌমিক জানিয়েছেন৷
এদিন তিনি আরো জানান, রাজ্যে কোথাও পানীয় জলে আর্সেনিক নেই৷ তবে, আয়রন রয়েছে৷ এদিন তিনি দাবি করে বলেন, দপ্তরের নিজস্ব ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, রাজ্যে পানীয় জলে কোন আর্সেনিক নেই৷ আয়রন মুক্ত পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় আয়রন রিমুভ্যাল প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *