তুফানে লন্ডভন্ড সদরের বহু বাড়ি, বিপর্য্যস্ত বিদ্যুৎ

CYCLONEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ ১লা বৈশাখে তথা নববর্ষের সন্ধ্যারাতে প্রায় এক ঘন্টার তুফানে সদর মহকুমার বিভিন্ন এলাকায় বহু বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গিয়েছে৷ বিদ্যুৎ পরিষেবা বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ এখনও বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি৷ যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করছেন নিগমের কর্মীরা৷
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ প্রচন্ড বজ্রসহ ঝড় পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে৷ রাজ্যের অন্যান্য স্থানেও ঝড় হয়েছে৷ তবে সদর মহকুমায় ঝড়ের দাপট বেশী ছিল৷ ব্যাপক সংখ্যায় বজ্রপাতও হয়৷ বহু স্থানে বজ্রপাতে ঝলসে গেছে গাছ৷ এদিকে, সংবাদে জানা গিয়েছে সদরের লঙ্কামুড়া এবং সরবলুঙ্গা এলাকায় বহু বাড়ি ঘরের ছাউনি উড়ে গিয়েছে৷ গৃহহীন হয়ে পড়েছেন বহু পরিবার৷ ঐ এলাকার রামমোহন সরকার, গীতা চক্রবর্তী, পূর্ণিমা সরকার প্রমুখদের পরিবারগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷
আহত হয়েছেন বেশ কয়েকজন৷ এর মধ্যে ৭৫ বছরের এক বৃদ্ধা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন৷ তখন বাড়ির উঠানের একটি বড় গাছ টিনের ছাউনির উপর পড়ে যায়৷ তাতা তিনি মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ অনেক স্থানে ঝড়ে ঝড়ে বিদ্যুতের খঁুটি ভেঙ্গে পড়েছে৷ বড় বড় গাছ ভেঙ্গে পড়েছে বিদ্যুৎ পরিবাহী তারের উপর৷ তাতে বিদ্যুৎ পরিষেবা স্তব্দ হয়ে যায়৷ শহরের উত্তর গেইট সংলগ্ণ এলাকায় একটি বড় গাছ ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ একই সাথে যান চলাচল ব্যাহত হয়েছে৷ জানা গিয়েছে ডুকলী, বাধারঘাট, মিলনচক্র, মিলন সংঘ, বটতলা প্রভৃতি এলাকায় বিদ্যুৎপরিষেবা বিঘ্নিত হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *