নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ এপ্রিল৷৷ এক বিধবা মহিলাকে একাকিত্বের সুযোগে প্রথমে মারধোর এবং পরবর্তী সময়ে ধর্ষণের মত ঘটনাও ঘটায় যুবক৷ ঘটনারর ১৫ দিন কেটে গেলেও তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তকে ধরতে সক্ষম হয়নি৷ এরই প্রতিবাদে শনিবার দুপুর ১২টা নাগাদ রাজ্য বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতে তেলিয়ামুড়া শহরে এক বিশাল মিছিল এবং পরবর্তী সময়ে থানা ঘেরাও এবং জাতীয় সড়ক অবরোধ করা হয়৷
কর্মী সমথকদের সাথে নিয়ে প্রথমে নেতৃত্বরা মিছিল করে৷ মিছিল শেষে থানার সামনেও গেইট দিয়ে থানায় প্রবেশ করার সময় বাধা প্রাপ্ত হয় পুলিশ দ্বারা এবং ধস্তাধস্তি হয়৷ এরই মধ্যে থানার সামনেই আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির কর্মীরা৷
প্রসঙ্গত মার্চ মাসের চবিবশ তারিখ তেলিয়ামুড়া থানাধীন রাংখল পাড়ার এক বিধবা মহিলা তথা গত ভিলেজ কমিটি নির্বাচানের বিজেপির প্রার্থীকে রাত্র ৮টা ৩০ মিনিট নাগাদ এলাকারই বখাটে যুবক ইশাক রাংখল মহিলার রাস্তা আগলে ধরে প্রথমে মারধোর করে এবং ধর্ষণ করে৷ রাতেই তেলিয়ামুড়া থানায় একটি মামলা হয় যুবকের বিরুদ্ধে৷ রাতেই মহিলার অবস্থা খারাপ বুঝে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে মহিলাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়৷ সেখানে চিকিৎসা করিয়ে মার্চ এর ২৯ তারিখ বাড়িতে আসে এবং পুলিশকে ৩০ শে মার্চ জানায় তার সঙ্গে ধর্ষণের মত ঘটনাও ঘটেছে৷ ৩০ শে মার্চ বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে৷ পরবর্তী সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবী জানায় ওসি সন্তোষ শীলের নিকট৷ সেদিনই এক বিজেপির প্রতিনিধি দল মহিলার সঙ্গে সাক্ষাত করেন৷ সেদিন পুলিশ বিজেপি নেতৃত্বদের আশ্বাস দিয়েছিলেন যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে৷ ঘটনার ষোল দিন অতিবাহিত হয়ে গেলেও তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত ইশাক রাঙলকে গ্রেপ্তার করতে না পারায় আজ রাজ্য বিজেপি নেতৃত্ব সহ তেলিয়ামুড়া বিজেপি কর্মীরা থানা ঘেরাও ও রাস্তা অবরোধ করে৷ খবর পেয়ে ছুটে আসেন খোয়াই জেলার জেলা পুলিশ আধিকারিক জয়ন্ত চক্রবর্তী৷ এরপরই সাত জনের এক প্রতিনিধি দল এস পি এর সাথে সাক্ষাত করে৷ এস পি তাদের আশ্বাস দেন তিনি সমস্ত ঘটনার খবর নিয়েছেন অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে৷ বিজেপি নেতৃত্ব জানান এসপি-র আশ্বাসে উনারা পথ অবরোধ তুলে নিয়েছেন এবং পুলিশ প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেধে দিয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য৷ অপরদিকে এসপি এর সাথে কথা বললে তিনি জানান প্রথমে অভিযুক্ত ইশাক রাঙখলের বিরুদ্ধে ৩৪১/৩২৫ ধারা লাগনো হয়েছিল৷ এখন এর সাথে ৩৭৬ লাগিয়ে মামলা হাতে নেন এবং খুব শিঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে৷
2016-04-10