গুয়াহাটি, ২ এপ্রিল৷৷ আসন্ন রাজ্য বিধানসভার প্রথম দফার ভোটে মুুখ্যমন্ত্রী তরুণ গগৈ -সহ কংগ্রেস-বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে৷ ব্রহ্মপুত্র উপত্যকার উত্তরপার, উজান অসম, দুই পাহাড়ি জেলা কারবি আংলং ও ডিমাহাসাও -সহ দক্ষিম অসমের বরাক উপক্যকার তিন জেলার ৬৫টি আসনে প্রথম দফার ভোট ৪ এপ্রিল, সোমবার৷ এদিন রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ এর মধ্যে তিতাবর আসনে টানা তিনবারের বিধায়ক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, ওই একই আসনে সাংসদ বিজেপি -প্রার্থী কামাখ্যাপ্রসাদ তাসা, মাজুলিতে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সাংসদ-কেন্দ্রীয়মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কংগ্রেসের রাজীবলোচন পেগু অন্যতম৷ সেভাবেই তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা আসনে কংগ্রেস-প্রার্থী প্রাক্তনমন্ত্রী প্রদুয বরদলৈ, চাবুয়ায় রাজু সাহু, শদিয়ায় বিজেপি-র বলীন চেতিয়া, ডিব্রুগড়ে বিজেপি-র প্রশান্ত ফুকন, লাহোয়ালে প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার অধ্যক্ষ কংগ্রেসের পৃথিবী মাঝি, মরানে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পবনসিং ঘাটোয়ার, শিবসাগরে রাজ্য বিধানসভার অধ্যক্ষ প্রণবকুমার গগৈ, সোনারিতে শিক্ষামন্ত্রী শর বরকটকি নাজিরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী -তনয় দেবব্রত শইকিয়া, মরিয়ানিতে রূপজ্যোতি কুর্মি, আমগুড়িতে বিজেপি-জোট অগপ-র প্রদীপ হাজরিকা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি-কন্য অঙ্কিতা দত্ত, ধেমাজিতে মন্ত্রী সুমিত্রা পাটির, বিজেপি-র প্রদান বরুয়া, লখিমপুরে অগপ-র উপল দত্ত, খুমটাই-এ মন্ত্রী বিস্মিতা গগৈ, ঢকুয়াখানায় প্রাক্তনমন্ত্রী -সদ্য সাংসদ রানি নরহের পতি ভরত নরহ, বিজেপি-র নরকুমার দলে, গোলাঘাটে পূর্তমন্ত্রী অজন্তা নেওগ, বোকাখাতে অগপ সভাপতি অতুল বরা, তেজপুরে প্রাক্তনমন্ত্রী অগপ-র বৃন্দাবন গোস্বামী, সতিয়ায় বিজেপি-র পদ্ম হাজরিকা, বরসলায় বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ টংকবাহাদুর রাই, হাফলঙে প্রাক্তনমন্ত্রী কংগ্রেসের গোবিন্দচন্দ্র লাংথাসার ছেলে নির্মলেন্দু লাংথাসা, হাওরাঘাটে পশুপালনমন্ত্রী খরসিং ইংতি, ডিফুতে কংগ্রেসের বিদ্যাসিং ইংলেং, বরাক উপত্যকার দক্ষিণ করিমগঞ্জে মন্ত্রী সিদ্দেক আহমেদ, কাঠলিছড়ায় মন্ত্রী গৌতম রায়, উদারবন্দে মন্ত্রী অজিত সিং, আলগাপুরে মন্ত্রী গৌতম-পুত্র প্রাক্তন বিধায়ক রাহুল রায়, বরখলায় বহু বিতর্কিত বিধায়ক কংগ্রেসের রুমি নাথ, মর্যাদাসম্পন্ন শিলচরে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষমোহন দেবের পত্নী বীথিকা দেব, ধলাইয়ে মন্ত্রী গিরীন্দ্র মল্লিক অন্যতম৷
যবনিকা পড়েছে রাজ্য বিধানসভার প্রথম দফা ভোটের সরব প্রচার৷ নির্ধারিত সময় আজ বিকেল পাঁচটার পুর্বমূহৃত পর্যন্ত রাজ্যের প্রধান তিন যুযুধান দল বিজেপি-জোট, কংগ্রেস ও এআইইউডিএফ ৬৫টি কেন্দ্রে তুমুল প্রচার অভিযান চালায়৷ বিজেপি-র স্টার ক্যাম্পেনার রাজ্যের প্রাক্তন কংগ্রেসি প্রভাবশালী মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা প্রায় আটটি নির্বাচনী সমাবেশে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান৷ এদিকে তাঁর সঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী মনোজ তিওয়ারিও গানে-ভাষণে জোরদার প্রচার অভিযান চালিয়েছেন৷ এদিকে কংগ্রেসের সাংসদ রাজবববর যোগ দিয়েছেন দুটি সভায়৷ চলচ্চিত্র তারকা রাজ বববরকে দেখতে হেলিপ্যাডে ও তাঁর জনসভায় তাঁর কাছ ঘেঁষতে গিয়ে বার বার ধমক খেয়ে অপমানিত অসংখ্য জনতা কংগ্রেসকে বেজায় গালাগাল দেওয়ার ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডল অন্য মোড় নিয়েছে৷ কংগ্রেসের আরেক নেতা আনন্দ শর্মা গুয়াহাটিতে এসে একটি প্রেস বিবৃতি দিয়েই দলের প্রচার কার্য শেষ করেছেন৷ দলের প্রদেশ মুখমাত্র প্রফুল্ল দাস প্রেরিত প্রেস বিবৃতিতে আনন্দ শর্মার উদ্ধৃতি দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নিন্দা করেছেন৷ এদিকে এআইইউডিফ -প্রধান বদরুদ্দিন আজমলও আজ প্রচার অভিযানের শেষ দিন বেশ কয়েকটি সভা করেছেন৷ সব সভায়ই পরবর্তী সরকার গড়তে তাঁর দল নির্ণায়ক ভূমিকা হবে বলে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ভাষণ দিয়েছেন৷ বলেছেন, কোনও দলই নিরুঙ্কশু সংখ্যা গরিষ্ঠতা পাবে না৷ তাই সরকার গড়তে এআইইউডিএফ-এ সঙ্গে সমঝোতা করতেই হবে৷ তবে কোনও অবস্থাতেই বিজেপি-র সঙ্গে তাঁর দল সরকার গড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন৷ বিজেপি-র মিত্রজোট বিপিএফ তেরোটি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে৷ এই তেরো-সহ আরও কয়েকটি আসনে বিপিএফ জয়ী হয়ে বিজেপি অগপ সরকার গড়বে বলে তিনি নিশ্চিত বলে দাবি করেছেন দলপতি হাগ্রামা মহিলারি৷
2016-04-03