ত্রিপুরায় কংগ্রেসের মুন্ডুপাত বামফ্রন্টের

Congress CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ আগামী ১৮ই এপ্রিল ২৪ ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকায় কংগ্রেসকে এক হাত নিয়েছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি৷ কমিটির পক্ষে আজ প্রচারিত এক বিবৃতিতে বন্ধের বিরোধীতা করে অভিযোগ করেছে কংগ্রেস সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তিগুলির সঙ্গে গোপন আঁতাত করে শান্তি ও উন্নয়নের শিবিরকে দূর্বল করতে চেয়েছে৷ কংগ্রেস দলের বহু অনুগামী দল ছেড়েছেন৷
প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা ও তাঁর ভাই বিদ্যুৎ সিনহার হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে গঠিত ইউসুফ কমিশনের অনুসন্ধান ও সুপারিশ এবং রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণ করেছে রিপোর্ট বিধানসবার চলতি অধিবেশনে পেশ করার পরই র াজ্যে জোর প্রতিক্রিয়া দেখা দেয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগ ও সিবিআই তদন্তের দাবিতে কংগ্রেস দল ১৮ই এপ্রিল ২৪ ঘন্টার ত্রিপুরা বন্ধ ডেকেছে৷ বিবৃতিতে বামফ্রন্ট কমিটি তীব্র বিরোধীতা করে বলেছে এই বন্ধ অত্যন্ত অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ এই বন্ধ প্রত্যাখান করার জন্য বামফ্রন্ট বিবৃতিতে সব অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে৷
বিবৃতিতে বামফ্রন্ট কংগ্রেসকে সন্ত্রাসবাদী দলের সহযোগী বলে বর্ণনা করেছে৷ বিবৃতিতে বলেছে সন্ত্রাসবাদী ও তাদের বিভিন্ন নামের রাজনৈতিক শক্তিগুলির সঙ্গে কংগ্রেস দলের দীর্ঘকালীন জোটের ফলে এবং অশান্তি ও সহিংসতায় মদত যোগানোর অপরাধে রাজ্যের বিভিন্ন নির্বাচনে রাজ্যের জনগণ বারে বারে এই দলকে প্রত্যাখান করেছেন৷ সাম্প্রতিক ভিলেজ কমিটির নির্বাচনেও বাম বিরোধী শক্তিগুলির সঙ্গে আঁতাত করে কংগ্রেস দারুণভাবে প্রত্যাখাত হয়েছে৷ এই জনবিচ্ছিন্নতা ও হতাশা ডেকে উত্তরণের জন্যই এবং মুখ্যমন্ত্রী ও বামফ্রন্ট সম্পর্কে অপপ্রচার চালিয়ে বন্ধের নামে কংগ্রেস রাজ্যের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অখন্ডতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে বিবৃতিতে জানিয়েছে বামফ্রন্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *