নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ বিধানসভার চলতি বাজেট অধিবেশনে বাড়তে পারে বিধায়কদের বেতন ভাতা৷ তাতে বাড়তে চলেছে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, মুখ্য সচেতক এবং বিধানসভার অন্যান্য সদস্যদের বেতনভাতা৷ এবিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গৃহীত না হলেও যেহেতু বাজেট অধিবেশনের আরো দুদিন বাকি রয়েছে, সেক্ষেত্রে তা বিবেচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী তপন চক্রবর্তী৷ বিধায়কদের বেতনভাতা বৃদ্ধির এক প্রশ্ণে শ্রী চক্রবর্তী জানান, বাজেট অধিবেশনের এখনো দুদিন বাকি রয়েছে৷ কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি ঠিকই, তবে বিষয়টি বিবেচনার মধ্যে রয়েছে৷ সর্বশেষ বেতন ভাতা বেড়েছিল ২০১৫ সালে৷
2016-03-30