নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন ড. গৌতম বসু৷ উচ্চ শিক্ষা দপ্তর ইতিমধ্যে তাঁকে নিযুক্তি পত্র পাঠাবে৷ মঙ্গলবার মহাকরণে একথা জানিয়েছেন উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ পাশাপাশি আগামী শিক্ষাবর্ষেই রাজ্য সরকার রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয় এমবিবি বিশ্ববিদ্যালয় শুরু করতে চাইছে বলে তিনি জানিয়েছেন৷
শ্রী চক্রবর্তী এদিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি ড. গৌতম বসুর নাম মনোনীত করেছেন৷ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন৷ প্রথা মোতাবেক আচার্য তথা রাজ্যপাল তাঁকে নিযুক্ত করেন৷ ইতিমধ্যে রাজভবন থেকে ড. বসুর নিযুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারকে জানানো হয়েছে৷ এদিন, উচ্চ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয়টি আরো আগে শুরু করা গেলে ভাল হত৷ উপাচার্য যত তাড়াতাড়ি দায়িত্ব গ্রহণ করবেন তখনই বিশ্ববিদ্যালয় চালু করা সম্ভব হবে৷ রাজ্যের ছয়টি কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়েছে৷ এমবিবি, বিবিএমসি, মহিলা কলেজ, আইন কলেজ, রামঠাকুর কলেজ এবং টিআইটি রাজ্যের নিজস্ব এমবিবি বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়েছে৷
2016-03-30