নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ ত্রিপুরা থেকে সিপিএম হটানোর ডাক দিলেন ডোনার মন্ত্রী তথা বিজেপির বরিষ্ট নেতা ডঃ জীতেন্দ্র সিং৷ শনিবার আগরতলায় তিনি বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়েছেন৷ একদিকে প্রশাসনিক ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী সম্পর্কে অবহিত করেছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় আইন শৃঙ্খলার বিষয়টিও প্রাধান্য পায় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন৷ মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের ভারতের অংশের জন্য অর্থ রেল মন্ত্রক কাগজপত্র তৈরী করে দিলেই ৫৮০ কোটি টাকা ডোনার মন্ত্রক রেলের হাতে তুলে দেবে৷ ডোনার মন্ত্রী আজকের এই রাজ্য সফর নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা যেতে পারে৷ [vsw id=”EOcgaNdHSDY” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিন আগরতলায় রবীন্দ্রভবনে তিনি বিজেপির রাজ্য ভিত্তিক বুথ সম্মেলনে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন৷ তিনি বলেছেন, আমরা সহিষ্ণুতার পথেই হেটে চলেছি৷ কিন্তু, ত্রিপুরায় একের পর এক কর্মকান্ডে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷
কেন্দ্রের ডোনার মন্ত্রী হয়েও এদিন তিনি মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও কথা বলেছেন বলে জানান৷ উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু দুই এক দিনের মধ্যে রাজ্য সফরে আসতে পারেন৷ বিজেপি জনৈকা মহিলা নেত্রীর আক্রান্তের ঘটনাকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে বর্ননা করছেন৷ বিজেপির এই সিপিএম বিরোধী মানসিকতা রাজ্যে কতটা সাফল্য আনতে পারবে সে বিষয়ে সংশয় সন্দেহ থাকলেও ডোনার মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন রাজ্যে বামফ্রন্ট স্বস্তিতে কাটাতে পারবে না৷
এদিন বুথ সম্মেলনে তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার হচ্ছে৷ বৃহস্পতিবার রাতে দলীয় উপজাতী মহিলা নেত্রী আক্রান্ত হয়েছেন৷ তা সত্বেও রাজ্যে বিজেপি সহিষ্ণুতা বজায় রেখেছে৷ তাঁর স্পষ্ট বক্তব্য দেশে উল্টো বিচার ধারা স্রোত বইছে৷ এর ধারক কমিউনিস্ট পার্টি৷ ফলে এখানে পরিবর্তনের স্রোত বইয়ে দিতে হবে৷ এই বিষয়ে তাঁর যুক্তি পরিবর্তন জরুরী কারণ, দেশে উল্টো বিচার ধারার প্রচার যারা করছেন তাদের ভিত ত্রিপুরায়৷ তিনি কটাক্ষ করে বলেন, কমিউনিস্টদের সমর্থনে যে দল গত কয়েক বছর দেশ শাসন করেছে তারা গরীবি দূর করতে পারেনি৷ অথচ গত কুড়ি মাসে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের গায়ে কাদা ছেটানো হচ্ছে, দেশে গরীবির জন্য নতুন সরকার দায়ি৷ তিনি প্রশ্ণ করে বলেন, গরীবির জন্য বর্তমান সরকার দায়ি হলে ইউপিএ সরকারকে কেন মানুষ দেশের মসনদ থেকে সরিয়েছে৷ এদিন তিনি কানহাইয়া কুমারকে নিয়েও কটাক্ষের সুরে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের সাথে নাম যুক্ত করে নেতাগিরির হিড়িক লক্ষ্য করা যাচ্ছে সারা দেশে৷ তিনি উল্টো বিচার ধারা, বিভ্রান্তকারী এবং আদর্শহীন দলকে পরিবর্তনের ডাক দিয়েছেন৷ পাশাপাশি পরিবার তন্ত্রের ধারক ও বাহক কংগ্রেস নেতৃত্বদেরকেও কটাক্ষ করে বলেন, দেশবাসী তাদের ছুড়ে ফেলে দিয়েছেন গত লোকসভা নির্বাচনে৷ এদিন তিনি প্রত্যয়ের সাথে বলেন, ২০১৮ নির্বাচনে পরিবর্তন হবে এবং এর পরেই রাজ্যের বিকাশ ঘটবে৷ সারা দেশে ত্রিপুরা আদর্শ রাজ্য হিসেবে পরিচিতি লাভ করবে৷
এদিকে, মহাকরণে সাংবাদিক সম্মেলনে ডোনার মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের গতিবিধি নিয়ে আলোচনা হয়েছে৷ রাজ্যের উন্নয়নে ডোনার মন্ত্রক সব ধরনের সহায়তা করবে বলে তিনি মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন৷ এরই পাশাপাশি জানিয়েছেন, আগরতলা- আখাউড়া রেল প্রকল্পে ভারতের অংশের জন্য বরাদ্দ অর্থ রেল মন্ত্রক কাগজপত্র জমা দিলেই দিয়ে দেওয়া হবে৷ এরই পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে এক প্রশ্ণের উত্তরে ডোনার মন্ত্রী জানান, বিমান পরিষেবার বদলে হলিকপ্ঢার পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে৷ কিন্তু দেখা গিয়েছে বিমান ক্রয় করার চাইতে হেলিকপ্ঢারের মূল্য অনেক বেশী৷ ফলে আঞ্চলিক যোগযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা বিবেচনার মধ্যে রয়েছে৷ এদিকে, পূর্বোত্তরে সতেরটি জল ভিত্তিক প্রকল্পের প্রস্তাব অনুমোদিত হয়েছে৷ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক এর দায়িত্বে রয়েছে৷
2016-03-27