খয়েরপুর ও ডিমসাগরে পুর নিগমের টাস্ক ফোর্সের দফাওয়ারি উচ্ছেদ অভিযান

TASK FORCEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় পুর নিগমের টাক্স ফোর্স বাহিনী উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে৷ সোমবার সকালে সেন্ট্রাল জোনের ডিম সাগর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়৷ অভিযান চালিয়ে গোডাউন, বাড়ি ও বেআইনী নির্মাণ ভেঙ্গে দেওয়া হয়েছে৷ জানা যায় দীর্ঘদিন ধরেই ডিম সাগরের চারদিকে বসবাসকারী মানুষজন ডিম সাগরের জমি জবর দখল করে রয়েছিলেন৷ এসব বেআইনী দখল ছেড়ে দেওয়ার জন্য পুর নিগমের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ কিন্তু অনেকেই এখনো পর্যন্ত দখল ছাড়েনি৷ তাতে বাধ্য হয়েই পুর নিগম হস্তক্ষেপ শুরু করেছে৷ এরই অঙ্গ হিসেবে সোমবার সকালে লেইক চৌমুহনী সংলগ্ণ ডিম সাগর এলাকায় অভিযান চালানো হয়৷ অভিযানে নেতৃত্ব দেন সেন্ট্রাল জোনের মুখ্যকার্যনির্বাহীর সদস্য নারায়ণ মজুমদার৷ তিনি জানান, ডিম সাগর এলাকার বেশ কিছু পরিবারকে জমির দখল ছাড়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু তাতে তারা পাত্তা দেননি৷ শেষ  পর্যন্ত বাধ্য হয়েই ডিম সাগরের পাড়ে সোমবার অভিযান চালায় পুর নিগমের টাক্স ফোর্স বাহিনী৷ অভিযান চালিয়ে সাফল্যও মিলেছে৷ বেশ কিছু নির্মাণ সামগ্রী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে৷ ভবিষ্যতে যাতে এধরনের কাজে লিপ্ত না হয় সে জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে৷ উল্লেখ্য আগরতলা শহরের বিভিন্ন স্থানে পুর নিগমের টাক্স ফোর্স বাহিনী অভিযান অব্যাহত রেখেছে৷ এর ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে৷ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুর নিগমের পশ্চিম জোনের কার্যনির্বাহী আধিকারিক নারায়ণ মজুমদার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *