নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ ফের বাইক দুঘটনার বলি এক যুবক৷ দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলে এই ঘটনাটি হয় এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানি এলাকায়৷ মৃত যুবকের নাম নিতাই দাস৷ জানা গেছে পেশায় মাছ ব্যবসায়ী নিতাই একটি বাইক চেপে ছিনাইহানি থেকে শানমুড়া বাড়ি ফিরছিল৷ তখনই তার বাইক নিয়ন্ত্রণ হারায়৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ তবে বিভিন্ন মহল তার এই মৃত্যু নিয়ে পরিকল্পিত খুনের অভিযোগও তুলেছে৷
2016-03-20