নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ রাজ্যসভা নির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থী জ্যোতির্ময় নাথ শুক্রবার মনোনয়নপত্র দাখিল করেছেন৷ এদিন রিটার্নিং অফিসার তথা বিধানসভার সচিব বামদেব মজুমদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন৷ এদিন মনোনয়নপত্র দাখিল করার সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক রতন লাল নাথ সহ অন্যান্যরা৷ দলের প্রার্থী মনোনয়ন নিয়েও যে মতবিরোধ রয়েছে তাও প্রকাশ্যে এসেছে৷ সূত্রের খবর, কংগ্রেসের প্রায় ছয় জন বিধায়ককেই নাকি ঘুমে রেখে প্রার্থী মনোনয়ন করা হয়েছে৷ প্রসঙ্গত, আগামীকালী মনোনয়নপত্র দাখিল করার অন্তিম তারিখ৷ এখনও পর্যন্ত রাজ্যসভার একটি আসনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন৷ কংগ্রেসের আগে বামফ্রন্ট মনোনিত সিপিএম প্রার্থী ঝর্ণা দাস বৈদ্য মনোনয়নপত্র দাখিল করেছেন৷
2016-03-12