ওয়াশিংটন, ১০ মার্চ (হি.স.): ধর্মবিশ্বাস সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প| মুসলিমদের নিশানা করে তিনি বলেছেন, মুসলিমরা আমেরিকাকে ঘৃণা করে| তাদের হাত থেকে বাঁচতে আমেরিকায় তাদের প্রবেশ আটকাতে হবে|
বুধবার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প বলেছেন, `ইসলাম আমাদের ঘৃণা করে|’ তঁার কথায়, এই ধর্মকে আলাদা করা খুবই কঠিন| উল্লেখ্য, এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন ট্রাম্প|
2016-03-10