ফ্ল্যাট থেকে উদ্ধার জেএনইউ-র ছাত্রের দেহ, চাঞ্চল্য

suicideনয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল| বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির বের সরাই এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়| প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ছাত্র আত্মহত্যা করেছেন| ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট মিলেছে বলে জানা গিয়েছে|
পুলিশ সূত্রের খবর, ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন| এর পিছনে বিশ্ববিদ্যালয় বা সম্প্রতি ঘটে যাওয়া টানাপোড়েনের কোনও যোগ নেই বলেও মনে করা হচ্ছে| ব্যক্তিগত কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি| এদিকে, তদন্তের স্বার্থে পড়ুয়ার নাম, পরিচয় গোপন রেখেছে পুলিশ| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পড়ুয়া উত্তরপ্রদেশের বেরিলির বাসিন্দা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *