নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): ইতিমধ্যেই ভারত ছেড়েছেন ঋণ অনাদায়ে অভিযুক্ত ব্যবসায়ী বিজয় মালিয়া| সম্ভবত গিয়েছেন লন্ডনে| কিংফিশার কর্তাকে এবার দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার| কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, দেশ থেকে টাকা নিয়ে যাওয়া কাউকে রেহাই দেবে না সরকার| কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, আরজেডি-র পাপ্পু যাদব সহ বিভিন্ন দলের নেতার বিজয় মাল্য ইসু্যতে লোকসভা স্থগিত রাখার নোটিশ দেওয়ার পরই এই মন্তব্য করেন নকভি|
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত ২ মার্চ ভারত ছেড়েন বিজয় মালিয়া| সম্ভবত লন্ডনে গিয়েছেন তিনি| মালিয়ার বিরুদ্ধে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট|
2016-03-10