ইশরত ইসু্যতে তপ্ত লোকসভা, ওয়াকআউট কংগ্রেসের

Parliament-of-Indiaনয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): ইশরত জাহান ইসু্যতে বিজেপির তোপের মুখে পড়ে লোকসভা থেকে ওয়াকআউট করল কংগ্রেস| বৃহস্পতিবার লোকসভায় পালানিয়াপ্পন চিদম্বরমের ভূমিকা নিয়ে সরব হয় বিজেপি| বলা হয়, ইশরত সম্পর্কিত সরকারি নথিপত্রের রদল বদল করেছিলেন চিদম্বরম| বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, বিজেপি সন্ত্রাস রুখতে বদ্ধপরিকর| কিন্তু যাঁরা সরকারের বিরুদ্ধে মৃতু্য নিয়ে সওদা করার অভিযোগ করছেন, তাঁরাই আদতে সেটা করছেন|
২০০৯ সালে ইশরত মামলায় দুটি হলফনামা পেশ করে তত্কালীন ইউপিএ সরকার| একটিতে বলা হয়, ভুয়ো সঙ্ঘর্ষে নিহত চারজন সন্ত্রাসবাদী| কিন্তু দু মাসের মধ্যেই ফের একটি হলফনামা দিয়ে বলা হয়, মৃতরা যে সন্ত্রাসবাদী তার কোনও প্রমাণ নেই| বিজেপি-র দাবি তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমের নির্দেশেই ইশরত ফাইলের রদবদল করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *