নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৫ মার্চ৷৷ পদ্মবিল ব্লকের দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজটি বল পূর্বক ছিনিয়ে নিয়ে যাবার অভিযোগে বিরোধী আই পি এফটি তাদের অনিদৃষ্ট কালের বিক্ষোভ অবস্থানে আরও তেজী ভাবে আনল দ্বিতীয় দিনে৷ শুক্রবার সকাল দশটা থেকে দক্ষিণ পদ্মবিল এর আই পি এফ টি সমথির্ত কর্মী ও নেতারা এই অগনতান্ত্রিক কার্য্যকলাপ এর প্রতিবাদে বাইজালবাড়ী বাজারে দিবা রাত্র বিক্ষোভ অবস্থানে বসে৷ আই পি এফ টির এই অনিদৃষ্ট কালের বিক্ষোভ অবস্থানকে ঘিরে রিতীমত আস্বস্থীতে পড়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা৷ যদিও এই বিক্ষোভ অবস্থানের আসেন নি৷ বিক্ষোভ অবস্থানে দিবা রাত্র নিরাপত্তার কাভো নিয়োজিত রয়েছেন বিশাল টি এস আর বাহিনী৷ খোয়াই এর ইতিহাসে এই ধরনের অনিদৃষ্ট কালের বিক্ষোভ কর্মসূচী কোন রাজনৈতিক দলের পক্ষে না হওয়াতে অত্যন্ত অস্বস্থীতে পড়েছেন মহকুমা পুলিশের কর্মকর্তারা৷ এই অনিদৃষ্ট কালের বিক্ষোভ অবস্থানে দলীয় কর্মী সমথির্তদের বাড়তি অক্সিজেন দিতে একে একে ছুটে আসছেন দলের কেন্দ্রীয় কমিটির নেতারা৷ গতকাল এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বিনয় দেববর্মা৷ কেন্দ্রীয় কমিটির সদস্য সোনাধন দেববর্মা, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অমরেন্দ্র দেববর্মাসহ অন্যান্ন নেতারা৷ একই রকম ভাবে বিক্ষোভ অবস্থানের দ্বিতীয় দিনে আজ ছুটে আসেন কেন্দ্রীয় কমিটির সদস্য রবী কুমার দেববর্মা ও উপদেষ্টা কমিটির সদস্য নরেন্দ্র দেববর্মা৷ আই পি এফ টি নেতাদের পরিষ্কার বক্তব্য খোয়াই এর পদ্মবিলে নির্বাচনের নামে প্রহসন ও জালিয়াতি করা হয়েছে৷ শাসক দলের হয়ে খোদ পদ্মবিলের বি ডি ও প্রদীপ দেববর্মা তথা রিটানিং অফিসার দক্ষিন পদ্মবিল এডিসি ভিলেজের পাঁচটি ওয়ার্ড আই পি এফ টি জয়ী হওয়ার সরকারী ঘোষণা দিয়ে পরে পাল্টি মারেন৷ পদ্মবিলের বি ডি ও ভোট গননার রাতে এক ঝনং ওয়ার্ডের এক দুই আসন, তিন নং ওয়ার্ডের পাঁচ ,ছয় আসন এবং চার নং ওয়ার্ডের সাত নং আসনটিতে আই পি এফ টি জয়ী বলে ঘোষণা দিয়েও পাঁচটি আসনের বিজয়ী প্রার্থীদের সরকারী শংসাপত্র দেন নি৷ আই পি এফ টি নেতা কর্মী সমথির্ত ও গণনা কেন্দ্রের এজেন্টদের অভিযোগ৷ পর দিন ব্লকে তাদের প্রার্থীরা সরকারী শংসাপত্র আনতে গেলে বিডিও চারটি আসনের প্রার্থীদের বিজয়ী হওয়ার সরকারী শংসাপত্র দেন৷ চার নং ওয়ার্ডের সাত নং আসনটির আই পি এফ টি প্রার্থী বিপুল দেববর্মা ১৪৭ ও সিপিএম প্রার্থী ১৪৬ ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিয়েও বিডিও ওনার সরকারী শংসাপত্র না দিয়ে পালিয়ে যান৷ দিন দুপুরে এই ধরনের ডাকাতির ঘটনায় ক্ষোব্দ হয়ে আই পি এফ টি নেতারা খোয়াই জেলার জেলা শাসকের দ্বারস্থ হয়েও কোন সদুত্তর না পেয়ে অনিদৃষ্ট কালের জন্য বাইজালে বাড়ীস্থিত দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজ কার্য্যলয়ের সামনে বিক্ষোভ অবস্থানে বসে৷ আজ দ্বিতীয় দিনে বিক্ষোভ অবস্থানে আরও তেজী ভাব আনা হয়৷ আই পি এফ টি নেতারা জানান পদ্মবিল ব্লকের বিডিওর এই ধরনের অরাজগতা তারা কোন ভাবেই মানবে না ৷ যতক্ষন পর্যন্ত না রাজ্য নির্বাচন কমিশন এই ঘটনার সুষ্ঠ বিচার করে দক্ষিণ পদ্মবিল ভিলেজটি আই পি এফ টির দখলে দিচ্ছে ততক্ষন বা ততদিন এই বিক্ষোভ অবস্থান জারী থাকবে৷ আই পি এফ টি নেতারা জানান দক্ষিন পদ্মবিলের নয়টি আসনের মধ্যে তারা পাঁচটি আসন জয়ী হয়ে পঞ্চায়েত দখল করে কিন্তু বিডিও শাসক দলের হয়ে সিপিআই এমকে জয়ী করাতে বিপুল দেববর্মার বিজয়ী হওয়ার সরকারী শংসাপত্র দেয় নি৷ এদিকে পদ্মবিল ব্লকে টানা তিন দিন ধরে প্রশাসনিক সমস্ত কাজকর্ম কেটে উঠেছে৷ প্রতিদিন নামে মাত্র ব্লক এর দরজা খোলা হয় কিন্তু বিডিও টানা তিন দিন ধরে ব্লকে অনুপস্থিত৷ জানা যায় বিডিও প্রদীপ দেববর্মাকে খোয়াই জেলার জেলা শাসকের কার্য্যলয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ এখন ব্যস্ত আই পি এফ টিকে নিয়ে৷
2016-03-06