নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর| বৃহস্পতিবার কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মহসিন আখতার মীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঊর্মিলা| তবে একেবারে সাদামাঠাভাবেই বিয়ের অনুষ্ঠান সারেন তিনি| বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র নিকট আত্মীয়রাই উপস্থিত ছিলেন| আর ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র| ঊর্মিলা জানিয়েছেন, `পরিবার চেয়েছিল বলেই অনাড়ম্বরভাবে বিয়েটা করলাম| আপনাদের শুভেচ্ছা চাই|’
৪২ বছরের এই নায়িকার একসময় সম্পর্ক ছিল রামগোপাল বর্মার সঙ্গে| তাঁর ছবি দিয়েই ঊর্মিলার কেরিয়ারে সাফল্য এসেছিল| রঙ্গিলা থেকে শুরু করে সত্যা, এক হাসিনা থি, ভূত, কৌন, প্যায়ার তুনে ক্যায়া কিয়া-র মতো ছবিতে বার বার নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন ঊর্মিলা|
2016-03-04