নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে সাত বছরের সশ্রম কারাদন্ড নগদ পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরো ছয়মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জয়ন্ত ত্রিপুরা৷ উল্লেখ্য, এক নাবালিকা কন্যাকে তুলে নিয়ে জয়ন্ত ত্রিপুরা নামে ঐ যুবক ধর্ষণ করেছিল৷ এব্যাপারে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছিল৷ আজ এই মামলার রায় হয়েছে৷
2016-03-03