জিরানীয়ায় যান সন্ত্রাসে জখম দুই

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ মঙ্গলবার আসাম-আগরতলা জাতীয় সড়কের জিরানিয়া এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে দুই যুবক৷ আহতরা হল রিপন মিয়া (১৯) ও অসীম মিয়া(২৩)৷ জানা যায়, তারা একটি টাটা ডিআই গাড়ি করে আসছিল৷ জিরানিয়া থেকে আগরতলা আসার পথে পেছন দিক থেকে দ্রুতগামী আরো একটি টাটা ডিআইগাড়ি সামনের গাড়িটিকে ধাক্কা দেয়৷ তাতে গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত রিপন ও অসীম মিয়া৷  দুর্ঘটনার পরপরই গাড়ি নিয়ে উভয় গাড়ির চালক পালিয়ে যায়৷ রিপন মিয়া ও অসীম মিয়া যে গাড়িতে করে আসছিল সে গাড়ির মালিকের নাম কেশব শীল৷ তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন৷ গাড়িটির নম্বর টিআর০১-এএ-১৯১৫৷ অপর গাড়িটির নম্বর জানা যায়নি৷ স্থানীয় লোকজনরা আহত দুই যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ তাদের অবস্থা সংকটজনক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উল্লেখ্য, আসাম আগরতলা জাতীয় সড়কে খুব দ্রুতগতিতে যানবাহন চলাচল করছে৷ এসবের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ কিংবা  পরিবহন দপ্তরের তেমন কোন তদারকি নেই৷ সে কারণেই ঘন ঘন পথ দুর্ঘটনায় ঘটে চলেছে বলে মানুষের অভিযোগ৷ অবিলম্বে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *