নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে বামেদের বিরাট সাফল্য হয়েছে ঠিকই৷ কিন্তু সাংগঠনিক দূর্বলতার কারণে ফলাফল আরো ভালো হয়নি বলে মেনে নিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ রবিবার সাংবাদিক সম্মেলনে ভিলেজ কমিটি নির্বাচনে বামেদের বিরাট সাফল্যের তথ্য তুলে ধরে কিছু কিছু জায়গায় পরাজয় সাংগঠনিক দূর্বলতার কারণে হয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ সেই দূর্বলতা কিভাবে কাটিয়ে তোলা যায় তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন৷
ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল প্রসঙ্গে শ্রী ধরের দাবি, ইস্যু ভিত্তিক সমর্থন মিলেছে বামেদের৷ মূলত, তাঁর আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি এবং আইপিএফটি৷ শ্রী ধরের বক্তব্য, ভিলেজ কমিটি নির্বাচনের আগে সাম্প্রদায়িক সুড়সুড়ি এবং রাজ্য ভাগের জিগির তুলে বিজেপি এবং আইপিএফটি যেভাবে পাহাড় ধাপিয়ে বেরিয়েছে ফলাফল তার ধারে কাছেও প্রতিফলিত হয়নি৷ জনগণ বিজেপি এবং আইপিএফটির আবেদন প্রত্যাখ্যান করেছে৷ কিন্তু তাদের বিষয়ে সর্তক থাকতে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷ এদিন তিনি বলেন, নির্বাচনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কংগ্রেস৷ ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে কংগ্রেসের অস্তিত্ব সংকটাপন্ন৷ উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইএনপিটি ধলাই জেলা ছাড়া রাজ্যের অন্য কোথাও তেমন একটা ফলাফল করতে পারেনি৷ আর এই ধলাই জেলা নিয়ে বিশেষভাবে চিন্তিত সিপিআইএম, তা বিজনবাবুর বক্তব্যে ফুটে উঠেছে৷ এদিন তিনি জানান, এবছর নির্বাচনে বামেদের দখলে গেছে ৫২০টি ভিলেজ কমিটি৷ অন্যদিকে, বিরোধীদের দখলে গেছে ৬১টি ভিলেজ কমিটি৷ তিনি জানান, কংগ্রেস ৯টি, আইপিএফটি ২৫টি, আইএনপিটি ২০টি, বিজেপি ৪টি, অন্যান্য ৩টি দখল করেছে৷ অমীমাংসিত ৬টি ভিলেজ কমিটি৷ এদিন তিনি আরো জানান, গত বছর ৫২৭টি ভিলেজ কমিটিতে বামেদের দখলে গিয়েছিল ৪৭৩টি এবং অবাম ৫৪টি ভিলেজ কমিটি দখল করেছিল৷ গতবারের ফলাফলের তুলনায় এবছর বামেরা আরো ৭টি ভিলেজ কমিটি কম দখল করেছে৷ এদিকে, ২৬টি ব্লকে ভিলেজ কমিটি বিরোধী শূন্য হয়ে গেছে৷ উল্লেখ্য, ভিলেজ কমিটি নির্বাচনে গণনা শেষ হয়েছে আজ৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, ৩৬৯৫টি আসনে সিপিআইএম ২৯০৭টি, আইপিএফটি ৩৩৯টি, আইএনপিটি ১৯৭টি, কংগ্রেস ৯১টি, বিজেপি ৭৫টি, টিএসপি ২২টি, নির্দল ২০টি, সিপিআই ১২টি, আরএসপি ১২টি, টিপিপি ১২টি এবং ফরোয়ার্ড ব্লক ৮টি আসন দখল করেছে৷
এদিকে, গণনা কার্য বিলম্বিত হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তিনি বলেন, গণনার ক্ষেত্রে রিটার্নিং অফিসার এবং গণনার দায়িত্বে থাকা আধিকারিকরা কোন কোন ক্ষেত্রে এত দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে চলেছেন সেটা উচিত হয়নি৷ ভোটের কাজে নিয়োজিতদের আরো দক্ষ হওয়ার পরামর্শ দেন তিনি৷
2016-02-29