নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : কল ড্রপ রুখতে বিশেষ তত্পর নরেন্দ্র মোদীর সরকার| এবার সংসদের ভিতর এই সমস্যা মেটাতে উদ্যোগী হল টেলিকম মন্ত্রক| তাই সংসদ চত্বরেই বসানো হচ্ছে মোবাইল টাওয়ার| কল ড্রপ সমস্যা রুখতে পরিষেবাদানকারী সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার রীতি চালু করেছে মোদী সরকার| এ ব্যাপারে টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দিনে যদি কারওর তিনবার কল ড্রপ হয়, তাহলে তাকে ক্ষতিপূরণ দেবে পরিষেবাদানকারী সংস্থা|
এছাড়া সংসদের ভিতর মোবাইল কানেকশনের সমস্যা দীর্ঘদিনের| ফোনের নেটওয়ার্কই পাওয়া যায় না| গত সপ্তাহে এই নিয়ে লোকসভায় সরব হন মহারাষ্ট্রের সাংসদ সুপ্রিয় সুল| সংসদ চত্বরে ৩জি পরিষেবা সঙ্কটজনক বলে অভিযোগ করেন তিনি| এরপরই পরিপ্রেক্ষিতেই সংসদ চত্বরে মোবাইলের টাওয়ার বসানোর উদ্যোগ নিল নরেন্দ্র মোদীর সরকার|
যদিও সংসদ চত্বরে মোবাইল টাওয়ার বসানোর দাবিতে আগেও সরব হয়েছিলেন সাংসদরা| এর আগে সংসদ চত্বরের নিরাপত্তার কথা ভেবে শেষ মুহূর্তে পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি| এ ব্যাপারে টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ৮৮ বছরের পুরানো সংসদ ভবনের কথা মাথায় রেখে নিরাপত্তার বিষয়টি কিছুটা শিথিল করা হচ্ছে|
সংসদ চত্বরে মোবাইল কানেকশন নিয়ে কেবল সাংসদরা নন, সাংবাদিকরাও সমস্যায় ভোগেন| বিশেষত সংসদ থেকে সরাসরি খবর পরিবেশনের সময় বারবার ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| ফলে খবর পরিবেশনেও সমস্যা হয়| তাই এই সমস্ত অসুবিধা মেটাতে সংসদ চত্বরেই মোবাইল টাওয়ার বসাচ্ছে মোদী সরকার| আপাতত একটি গাড়ির মাথায় মোবাইল টাওয়ারটি বসানো হবে বলে স্থির হয়েছে|
2016-02-29