নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ সরকারি বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে আত্মসমর্পণকারী বৈরীদের পৃথক একটি সংগঠন৷ এআরজেএসি সংগঠনের তরফে শুক্রবার সাংবাদিক সম্মেলনে সাত দফা দাবির সমর্থনে রাজ্য সরকারের নানা বঞ্চনা তথ্য তুলে ধরেন৷ তাদের অভিযোগ, উন্নয়নের ছোঁয়া তাদের গায়ে লাগেনি৷ শিক্ষার দিক দিয়েও তারা পিছিয়ে রয়েছে৷ রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বৈরী জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও রাজ্য সরকারের তরফে নানা সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেন৷ সংগঠনে বর্তমানে সদস্য সংখ্যা ১২শ৷ এদের মধ্যে তিনশজন সন্ত্রাসের জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও সরকারি খাতায় তাদের নাম নথিভুক্ত করা হয়নি৷ এদিন সংগঠন দাবি জানায়, শীঘ্রই ঐ তিনশজনকে সরকারি তালিকায় নথিভুক্ত করতে হবে৷ এরই পাশাপাশি অন্যান্য দাবিগুলি আগামী দুই মাসের মধ্যে পূরণ করার আবেদন জানায় সংগঠন৷ তবে, আগামী এপ্রিল মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷
2016-02-20