মাসুদ আজহারের বিরুদ্ধে এফআইআর, সুপারিশ পাক তদন্ত কমিটির

masood azharনয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবের পাঠানকোট হামলার ঘটনায় জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করল পাক তদন্ত কমিটি| পাকিস্তানের সংবাদপত্র দ্য নিউজে এমনই দাবি করা হয়েছে| যদিও, এখনও এই তথ্যের সত্যতা স্বীকার করেনি নওয়াজ শরিফ সরকার|
পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাঠানকোট ঘটনার তদন্তে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গঠিত তদন্ত কমিটি মাসুদ আজহারের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করেছে| নওয়াজ শরিফ তদন্ত কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর পাকিস্তানের পেঢারেল ইনভেস্টিগেশন অথরিটি বা লাহোরের সন্ত্রাস দমন শাখায় মামলা দায়েরের নির্দেশ দেবেন| তবে, এ বিষয়ে পাক প্রশাসনের তরফে কিছুই জানানো হয়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *