দুই এনএলএফটি বৈরীর আত্মসমর্পণ

terroristtriনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ বাংলাদেশী টাকা, একটি ভিএইচএফ হ্যান্ড সেট সহ অন্যান্য কাগজপত্র নিয়ে দুই এনএলএফটি(বিশ্বমোহন গোষ্ঠী) বৈরী আত্মসমর্পণ করেছে৷ বৃহস্পতিবার ধলাই জেলার লালছড়ায় টিএসআর ৮ নং ব্যাটেলিয়ানের কাছে পানিসাগরের বাসিন্দা মানিক হালাম(৩৫) এবং ছামনুর বাসিন্দা কুকলইজয় ত্রিপুরা(২৬) আত্মসমর্পণ করেছে৷ সাথে তারা একটি ভিএইচএফ হ্যান্ড সেট, ৪৫০ বাংলাদেশী টাকা এবং একটি চাঁদা সংগ্রহের বই ও অন্যান্য  এনএলএফটি কাগজপত্র আত্মসমর্পণের সময় জমা দিয়েছে তারা৷ এদিন, ডেপুটি আইজিপি(এন/আর) ক্ষেত্রজয় রিয়াং এবং টিএসআর’র ৮নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট দিলীপ দেববর্মা আত্মসমর্পণের সময় উপস্থিত ছিলেন৷ জানা গেছে, মানিক হালাম ২০০০ সালের এপ্রিল মাসে এবং কুকলইজয় ত্রিপুরা ২০১৪ সালের জানুয়ারী মাসে এনএলএফটি’তে যোগ দিয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *