গ্রিসের লেসবস দ্বীপের উপকূল থেকে প্রায় ন’শো শরণার্থীদের উদ্ধার

ATHENSএথেনস, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : গ্রিসের লেসবস দ্বীপের উপকূল থেকে প্রায় ন’শো শরণার্থীদের উদ্ধার করল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি টহলদারি জাহাজ| বুলগেরিয়ার ওই জাহাজটি লেসবসের মাইতিলেনে বন্দর থেকে তুর্কি উপকূল পর্যন্ত টহলের দায়িত্বে নিয়োজিত ছিল|
ইইউ সীমান্ত সংস্থা ফ্রনটেক্স জানিয়েছে, শীতে খারাপ আবহাওয়ার কারণে সাগরে ডুবে শরণার্থীদের মৃতু্যর হার কমাতে ২৮ জাতির এই জোট টহলের সিদ্ধান্ত নিয়েছিল| এরই অংশ হিসেবে বুলগেরিয়ার ওই জাহাজটি নির্ধারিত রুটে নিয়মিত টহল দিয়ে থাকে| উদ্ধার হওয়া শরণার্থীদের নাম বা পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফ্রনটেক্স|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *