ভিলেজ ভোটের ব্যালট ছাপানো শেষ হবে আজ

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ ভিলেজ কমিটির নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর কাজ আগামীকাল সম্পন্ন হবে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি ভিলেজ কমিটির ব্যালট পেপার ছাপানো হয়ে গিয়েছে৷ সেগুলি সংশ্লিষ্ট ব্লক আধিকারীক তথা রিটার্নিং অফিসারদের হাতে তুলে দেওয়াও হয়েছে৷ মঙ্গলবার, রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, বুধবারের মধ্যে সমস্ত ব্যালট পেপার ছাপানোর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে৷ পাশাপাশি সেগুলি সংশ্লিষ্ট ব্লক আধিকারীকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে৷ এরপর সেগুলি স্ক্রুটিনি করে দেখা হবে৷ যদি কোন ভুল-ত্রুটি  ধরা পরে তাহলে নির্বাচনের আগেই তা সংশোধন করা হবে৷ এদিন তিনি আরও জানান, ব্যালট পেপারগুলি সংশ্লিষ্ট ব্লক আধিকারীক কার্য্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় রাখা হবে৷  এরই পাশাপাশি তিনি আরও জানান, ভিলেজ কমিটির নির্বাচনে ভোট কর্মীদের মহড়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে৷ চলছে দ্বিতীয় পর্য্যায়ের মহড়া৷
এ ডি সি’র আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন উপলক্ষ্যে আজ হেজামারা ব্লকের মাল্টিপারপাস কমিউনিটি হলে ভোট গ্রহণ কর্মীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহাণের মহড়া অনুষ্ঠিত হয়৷ মহড়ায় ৬১টি ভোট গ্রহণ কেন্দ্রে কর্মীরা অংশ গ্রহণ করেন৷ ব্যালট পেপাসেস মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর ভাবে কিভাবে ভোট গ্রহণ করতে হবে এ ব্যাপারে ভোট কর্মীদের প্রশিক্ষণ দেন হেজামারা ব্লকের বি ডি ও তথা রিটার্নিং অফিসার গৌরবিন্দ দাস, এ আরও বৈজন্ত সরকার সহ ৬ জন সেক্টর আধিকারিকগণ৷ মহড়ায় উপস্থিত হেজামারা ব্লকের জন্য নিয়োজিত নির্বাচন পর্যবেক্ষক শান্তনু দেববর্মণ অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন৷
এডিসি’র আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে আজ কুলাই টাউন হলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়৷ মহড়ায় আমবাসা ব্লকের রিটার্নিং অফিসার তথা বি ডি ও অমিতাভ চাকমা ভিলেজ কমিটির নির্বাচনের আচরণবিধি সহ ভোট গ্রহণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন৷ মহড়ায় রিজার্ভ সহ ২৪৪ জন ভোট গ্রহণ কর্মী অংশ গ্রহণ করেন৷
এ ডি সি’র আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে আজ লেফুঙ্গার শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল হলে নির্বাচনের কাজে নিযুক্ত ভোট গ্রহণ কর্মীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়৷ এতে ১৩৭ জন ভোট গ্রহণ কর্মী অংশ নেন৷ মহড়ায় সামগ্রিক ভোট গ্রহণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন রিটানিরং অফিসার তথা লেফুঙ্গা ব্লকের বি ডি ও মানিক চক্রবর্তী৷ এছাড়া, এই মহড়ায় নির্বাচনী কাজে নিযুক্ত এ আর ও এবং সেক্টর অফিসারগণ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *