নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের সব স্পোকেম মাদ্রাসা শিক্ষকদের নিয়মিতকরণ সহ ৬ দফা দাবির ভিত্তিতে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশান প্রদান করেছে ত্রিপুরা মাদ্রাসা স্পোকেম টিচার্স এসোসিয়েশন৷ গত ২০ বছর যাবৎ এই দাবি আদায়ের ক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোন ইতিবাচক স াড়া এই সংগঠন পায়নি৷ এনিয়ে সংগঠনটি পর্যায়ক্রমে বিভিন্ন আন্দোলনও সংগঠিত করে চলেছে৷ সোমবার প্রথমবারের মতো নবগঠিত বুনিয়াদি শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমার নিকট ডেপুটেশান দিল সংগঠন৷ এদিন ত্রিপুরা মাদ্রাসা স্পোকেম টিচার্স এসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক শাহ আলম এই সংবাদ জানিয়েছেন৷
2016-02-16