পিসিএল থেকে রাতারাতি কোহলি এবং রোহিতের মতো ক্রিকেটার তৈরি হবে না ঃ ওয়াকার ইউনিস

Waqar Yunisকরাচি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তান সুপার লিগ (পিসিএল) থেকে রাতারাতি বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটার তৈরি হবে না| এমনই মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ ওয়াকার ইউনিস| পাকিস্তানের প্রাক্তন এই পেসার বলেছেন, `পিসিএলের আগে থেকেই অনেক বেশি প্রত্যাশা করা উচিত নয়| আইপিএল থেকে যেমন রোহিত-কোহলির মতো ক্রিকেটার উঠে এসেছে, পিসিএলে তা রাতারাতি সম্ভব নয়| এ জন্য তিন থেকে চার বছর সময় লাগবে| তবেই রোহিত-কোহলির মতো ক্রিকেটার উঠে আসবে|’
ওয়াকার আসন্ন এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে পাক স্কোয়াডে নির্বাচিত ক্রিকেটারদের পিসিএলে খেলানোর ওপর জোর দিয়েছেন| কিন্তু একইসঙ্গে তিনি বলেছেন, `বিষয়য়ি সম্পূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজিদের ওপরই নির্ভর করছে| কেননা, দলে কোন ক্রিকেটার থাকবে তা তাদের প্রয়োজন অনুসারে ফ্র্যাঞ্চাইজিগুলিই ঠিক করবে|’ এক্ষেত্রে বোর্ডের কী করণীয় তা তাঁর জানা নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *