রাজকোট, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): গান্ধীজীকে `মহাত্মা’ অ্যাখ্যা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর| এযাবত্ ইতিহাসের পাতায় এটাই পড়ে আসছে ছাত্র-ছাত্রীরা| তবে, গুজরাত সরকারের দাবি, রবীন্দ্রনাথ নন, গান্ধীজীকে `মহাত্মা’ নামে সম্বোধন করেন সৌরাষ্ট্রের এক অখ্যাত সাংবাদিক| রাজকোট সহ আরও ৬টি জেলার রাজস্ব দফতরের তালাতি পদে নিয়োগের জন্য এজেন্সির মাধ্যমে একটি পরীক্ষার আয়োজন করেছিল রাজকোট জেলা পঞ্চায়েত শিক্ষণ সমিতি| কে গান্ধীকে `মহাত্মা’ উপাধি দেন পরীক্ষায় এই প্রশ্নটি আসে| রাজকোট জেলা পঞ্চায়েত শিক্ষণ সমিতি দাবি করেছে, গান্ধীজী যখন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, তখনই জেটপুর থেকে পাঠানো একটি বেনামি চিঠিতে প্রথম গান্ধীজীকে মহাত্মা হিসেবে সম্বোধন করা হয়| তবে ওই সাংবাদিকের নাম উল্লেখ করা হয়নি|
বিতর্কের সূত্রপাত, ওই পদের জন্য আবেদনকারী পরীক্ষার্থী সন্ধ্যা মারুর গুজরাত হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনের থেকে| তিনটি প্রশ্নের উত্তর নিয়ে দায়ের করা হয়েছে ওই পিটিশন| পিটিশনে উল্লেখ, গান্ধীজীকে মহাত্মা অ্যাখ্যা দিয়েছেন এক বেনামি সাংবাদিক| এইরকমভাবে আরও দুটি প্রশ্নের ক্ষেত্রেও একই ভুল করা হয়েছে| এই ঘটনায় প্রচন্ড রেগে গিয়ে বিচারপতি জেডি পারদিওয়ালা জেলা পঞ্চায়েতের আইনজীবীকে জিঞ্জেস করেন, আপনি নিজে এই প্রশ্নের কি উত্তর দিতেন? আইনজীবী বলেন, `আমি হলে রবীন্দ্রনাথ ঠাকুর বলতাম| এটাই ছাত্র-ছাত্রীদের শেখানো হয়েছে|’ এই মামলার পরবর্তী শুনানি চলতি মাসের ১৭ তারিখ|
2016-02-15