নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : দিল্লির মসনদে একবছর পূর্ণ করলেন অরবিন্দ কেজরিওয়াল| গত বছর ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রিত্বের শপথ নিয়েছিলেন তিনি|
গত একবছরে তাঁর সফলতা এবং ব্যর্থতা নিয়ে সমালোচকরা যখন চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত, তখন অন্য মেজাজেই রবিবারের দিনটি পালনের সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো| দলীয় নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠক নয়, জনতার দরবারে ধরা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি| শুধু মুখ্যমন্ত্রীই নন, আম আদমির অভাব-অভিযোগের কথা শুনবেন তাঁর ক্যাবিনেটের বাকি সদস্যরাও| জনতার ফোন কলের জবাব দেবেন তাঁরা| জনতার প্রতিক্রিয়া জানার পাশাপাশি সরকারের এক বছরের রিপোর্ট কার্ডও প্রকাশ্যে তুলে ধরা হবে| সকাল ১১টা মিছিলের মধ্যে দিয়ে শুরু হবে আজকের কর্মসূচি| এরপর এনডিএমসি কনভেনশন সেন্টারে বসবেন মন্ত্রীরা| সেখানে বসেই ফোনে মানুষের প্রশ্নের জবাব দেবেন তাঁরা| শুনবেন তাঁদের মতামতও|
2016-02-14