ভেনিজুয়েলায় জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃতু্য

encephalitisকারাকাস, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : ভেনিজুয়েলায় জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃতু্য হয়েছে| দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখবর জানান| এরআগে এমাসের প্রথমে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃতু্য হয়|
এক ভাষণে তিনজনের মৃতু্যর খবর নিশ্চিত করে মাদুরো বলেন, জিকা ভাইরাসে ৩১৯ জন আক্রান্তের খবর পাওয়া গেছে| এদের মধ্যে কমপক্ষে ৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| তবে জিকা ভাইরাস আক্রান্ত হয়ে কীভাবে ওই তিনজনের মৃতু্য হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি মাদুরো| এর আগে গত ৬ ফেব্রুয়ারি জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে কলম্বিয়ায় তিনজনের মৃতু্য হয় বলে জানা যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *