নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : ধর্যিতা মেয়েদের জন্য ক্ষতিপূরণ বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট| শুক্রবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ধর্ষিতা মেয়েদের ক্ষতিপূরণ বৃদ্ধি করেছে| গোয়ায় ধর্যিতাদের ক্ষতিপূরণ দেওয়া হবে ১০ লক্ষ টাকা| সুপ্রিম কোর্টের বিচারপতি এম ওয়াই ইকবাল এবং অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে| এই ক্ষতিপূরণ ওড়িশায় ১০ হাজার টাকা থেকে গোয়ায় ১০ লক্ষ টাকা করা হয়েছে|
সুপ্রিম কোর্টের হাতে তথ্য ছিল, হরিয়ানা এবং চণ্ডীগড়ে ধর্ষিতাকে দেওয়া হয় ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ| অন্যদিকে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে পাওয়া যায় ৫০ হাজার টাকা| কিন্তু এই তালিকায় নাম নেই পাঞ্জাবের|
2016-02-13