অতিরিক্ত পণ্য পরিবহণ ঘিরে অগ্ণিগর্ভ তেলিয়ামুড়া

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ফেব্রুয়ারি৷৷ গাড়িতে অতিরিক্ত সব্জীবহণ করাকে কেন্দ্র করে শুক্রবার সাত সকালে তেলিয়ামুড়া শহর অগ্ণিগর্ভ হয়ে ওঠে৷ দীর্ঘ প্রায় দুঘন্টা যাবত চলে তেলিয়ামুড়া শহরের আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ৷ রাস্তায় শত শত গাড়ি আটকা পরে যায় দীর্ঘ সময় ধরে৷ চলে পুলিশ ও সবজি ব্যবসায়ীদের মধ্যে বাক বিতন্ডা শেষ পর্যন্ত তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন এবং এসডিপিও লাকি চৌহানের হস্তক্ষেপে আগামীদিনে অতিরিক্ত মালবোঝাই গাড়ি না আটকাবার প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় এবং দীর্ঘ প্রায় দুঘন্টার পর যান চলাচল স্বাভাবিক হয়৷
ঘটনায় জানা যায়, সোমবার ও শুক্রবার তেলিয়ামুড়া বাজারে হাট বসে৷ তেিিলয়ামুড়া বিস্তীর্ণ এলাকা কৃষকদের তাদের জমির সবজি সপ্তাহে দুদিন হাটে নিয়ে আসেন বিক্রির উদ্দেশ্যে৷ সেখানে একটি এগ্রিপ্রোডিউস মার্কেটও আছে৷ তার তত্ত্বাবধানে চলে এই হাট৷ তাই তেলিয়ামুড়ার বিশাল কৃষি সবজি ক্রয়ের উদ্দেশ্যে ত্রিপুরা সহ অন্যান্য জায়গা থেকেই পাইকাররা ভিড় জমায়৷ বিশেষ করে আগরতলার পাইকার বেশি৷ তাই সবজি ক্রয় করে গাড়ি করে আগরতলা কিংবা অন্যত্র নিয়ে যাওয়ার সময় তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তর অতিরিক্ত দ্রব্য সামগ্রী (সবজি) বহন করার দায়ে জরিমানা আদায় করতে চাইলেই বাধে বিপত্তি৷
গাড়ির চালকদের দাবি তাদের গাড়িতে অতিরিক্ত দ্রব্যসামগ্রী যেন করাকালে ট্রাফিক দপ্তর জরিমানা আদায় করতে পারবে না৷ যথারীতি আজ সকালে তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তর তাদের দায়িত্ব পালন করতে গেলেই বাধে বিপত্তি৷ গাড়ির চালকরা আর তেলিয়ামুড়া থেকে সবজি বহন করবে না৷ তাই দূরদূরান্ত থেকে আসা সবজি পাইকাররাও এখানের সবজি ক্রয় করবে না৷ ফলে তেলিয়ামুড়ার কৃষকদেরও মাথায় হাত৷ তাদের কষ্টের উৎপাদিত সবজি ও আর বিক্রি হবে না৷ তাই শেষ পর্যন্ত গাড়ির চালকদের সবজি বহন করতে সবজি ব্যবসায়ী কৃষক ও গাড়ির চালকরা একত্রিত হয়ে আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে৷ দীর্ঘ প্রায় দুই ঘন্টা চলে অবরোধ শেষ পর্যন্ত তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন ও এসডিপিও লাকি চৌহান এর হস্তক্ষেপে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *