কংগ্রেসের সাথে জোটে ঐকমত্যে বামেরা, আপত্তি জানাতে ছুটে গেলেন মানিক সরকার

CM Manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ পশ্চিমবঙ্গে বামেরা জোটের প্রশ্ণে কৌশলে কংগ্রেসের কোর্টে বল ঠেলে দিয়েছেন৷ প্রস্তাব এলে নিশ্চয় আলোচনায় রাজী তাতে ঐকমত্যে পৌছতে পেরেছে বাম দলগুলি৷ সূত্র অনুসারে জানা গেছে, বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়েছে কলকাতায়৷ তাতে ১১ বাম দলের নেতৃত্বরা কংগ্রেসের কাছ থেকে জোটের প্রস্তাব আসলে আলোচনায় রাজী বলে একসুরে সম্মতি জানিয়েছেন৷ ফলে, স্বাভাবিক চিন্তিত পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার তড়িঘরি পশ্চিমবঙ্গে ছুটে গেছেন৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বামেদের বৈঠকের ফলাফল জানা মাত্রই তিনি সেখানে ছুটে যান৷ আগামীকাল পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির বৈঠক রয়েছে৷ ঐ বৈঠকে জোট নিয়ে বঙ্গের সিপিএম নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷ এরপরই আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারী দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে৷ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সাথে জোট হবে কি হবে না তাতে চূড়ান্ত সীলমোহর পড়বে৷ সূত্রের খবর, আগামীকাল পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির বৈঠকের আগেই দলীয় নেতাদের কাছে জোটের প্রশ্ণে মানিকবাবু প্রবল আপত্তি জানাবেন৷ জোট পরবর্তী ফলাফল কি হতে পারে বিষয়েও বিস্তারিত তুলে ধরবেন৷ কিন্তু তাতে, সূর্যকান্ত মিশ্ররা কতটা আশ্বস্ত হবেন, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷
আজ বামফ্রন্টের বৈঠকে, প্রত্যেকেই জোট নিয়ে সম অবস্থান নিয়েছেন৷ সূত্রের খবর, সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে সিপিআই’র রাজ্য সম্পাদক প্রবোধ পান্ডা, আরএসপি’র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী, ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানি প্রত্যেকেই জোটের প্রশ্ণে ঐকমত্যে পৌছেছে যে কংগ্রেস প্রস্তাব পাঠালে বামেরা আলোচনায় বসতে রাজী৷ ফলে কংগ্রেসের তরফে আলোচনার প্রস্তাব আসলেই তা লুফে নেবেন পশ্চিমবঙ্গের বামেরা তা একপ্রকার নিশ্চিত৷ আর সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকেও যে জোটের পক্ষে জোরালো দাবি জানাবেন সূর্যকান্ত মিশ্ররা তাও একপ্রকার স্পষ্ট হয়ে গেছে এদিনের বৈঠকে৷ ফলে পশ্চিমবঙ্গে বামেরা কৌশলে কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করায় বেকায়দায় পড়েছে ত্রিপুরার বাম নেতারা৷ তাই ডেমেজ কন্ট্রোলে ছুটে যেতে হয়েছে মানিকবাবুকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *