নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ দুই লক্ষ টাকার বেশি স্বর্ণালঙ্কার ক্রয় করা হলে ক্রেতাকে জুয়েলারী মালিককে তথা দোকান মালিককে প্যান কার্ড নম্বর দেখিয়ে বিল নিতে হবে বলে সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে জুয়েলারী মালিকরা বুধবার একদিনের ধর্মঘট পালন করেছে৷ জুয়েলারী মালিকদের দাবী দুই লক্ষ টাকার পরিবর্তে তা দশ লক্ষ টাকা করতে হবে৷
2016-02-11