প্রতারিত প্রেমিকা গিলে নিল বিষ, প্রেয়সীকে ধর্ষণ করে ফেরার প্রেমিক, ভাইরাল হচ্ছে অবৈধ প্রেম

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ প্রণয়ের সূত্র ধরে এক নাবালিকা ধর্ষিতা হয়েছে৷ অন্যদিকে এক কিশোরী প্রতারিত হয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে৷ একই দিনে দুটি ঘটনা৷ প্রতিটি ঘটনারই পুলিশ মামলা নিয়েছে৷ তবে অভিযুক্তরা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে অবৈধ প্রেমের সম্পর্ক৷ কোথাও অভিভাবকদের উদাসীনতা, কোথাও অভিভাবকদের অনুশাসন৷ পারিবারিক চাপের মুখে এই ধরনের প্রণয়ের সম্পর্কগুলির পরিণতি ভয়াবহ রূপ নিচ্ছে৷ আত্মহত্যা থেকে শুরু করে খুন, ধর্ষণের মতো অপরাধের জন্ম দিচ্ছে৷ নিত্যদিন রাজ্যের কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে৷ এই অবৈধ প্রেম ভাইরাল হয়ে যাচ্ছে৷ সমাজ ব্যবস্থাকে ক্রমাগত বিষিয়ে তুলছে৷
এই অবৈধ প্রণয়ের বিষয়টি যে শুধুমাত্র অল্পবয়সীদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, প্রাপ্ত বয়স্কদের মধ্যেও কোথাও কোথাও তা লক্ষ্য করা যাচ্ছে৷ সমাজ, পরিবারকে ছাড়খার করে দিচ্ছে৷ পারিবারিক অশান্তির নেপথ্যে অনেকাংশেই এই অবৈধ প্রেম বা পরকীয়া যুক্ত রয়েছে৷
ফের রাজ্যে ধর্ষণের শিকার নাবালিকা৷ জানা গেছে, প্রেমিক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার প্রেমিকাকে বলপূর্বক ধর্ষণ করেছে৷ ঘটনা সাব্রুমের বেতা গায়ে৷ সংবাদ সূত্রে জানা গেছে, ঐ এলাকার বাসিন্দা হরিচরণ মুন্ডা তার প্রেমিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে৷ তাতে ঐ নাবালিকা গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পরিবারের সদস্যরা কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ সেখান থেকে ঐ নাবালিকাকে সাব্রুম মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ জানা গেছে, নাবালিকার পরিবারের তরফে সাব্রুম থানায় অভিযুক্ত হরিচরণ মুন্ডার বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে৷ এদিকে, পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক৷
প্রেমিকের হাতে প্রতারিত প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷ ঘটনার বিবরণে প্রকাশ, মান্দাইয়ের পাটনী এলাকার বসুরাম পাড়ার জনৈকা নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এলাকারই বিশু দেববর্মা৷ সম্প্রতি ঐ নাবালিকা জানতে পারে বিশু দেববর্মা বিবাহিত৷ এনিয়ে কয়েকদিন ধরে দুজনের মধ্যে সমস্যা চলছিল৷ আজ সকালে নিজ বাড়িতেই ঐ নাবালিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷ পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসকদের চেষ্টায় ঐ নাবালিকা প্রাণে বেঁচে যায়৷ জানা গেছে, বিশু দেববর্মা আগরতলায় গোর্খাবস্তিস্থিত ভারতীয় খাদ্যনিগমের নৈশপ্রহরী হিসেবে চাকুরি করেন৷ তার বিরুদ্ধে ঐ নাবালিকার পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করেছে৷ তবে, এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোন সংবাদ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *