মনের জোরে কতটা উপরে উঠা যায় আম্বেদকর প্রকৃষ্ট উদাহরণ ঃ রাজ্যপাল

Governor Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ ড. আম্বেদকরের জীবন সকলের আদর্শ হোক, প্রেরণার উৎস হোক৷ যুব সমাজ ড আম্বেদকরকে অনুসরণ করতে শিখুক৷ একজন মানুষ খুব পশ্চাৎপদ সম্প্রদায়ের মধ্যে জন্মেও শুধুমাত্র নিজের মনের জোরে কতটা উপরে উঠতে পারেন ড আম্বেদকর তাঁর প্রকৃষ্ট উদাহরণ৷ আজ বিকালে অরুন্ধনগরস্থিত ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ের অডিটোরিয়ামে নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে ও ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থা, পূর্ব চন্ডীপুর, মেলাঘর আয়োজিত ড বি আর আম্বেদকরের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের যুব কনভেনশনে উদ্বোধকের ভাষণে একথাগুলি বলেন রাজ্যপাল তথাগত রায়৷
এই ধরনের কাজে রাজ্যের উপজাতি যুবক-যুবতীদের যুক্ত করার জন্যও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান রাজ্যপাল৷ অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন, সামাজিক অসাম্য দূুর করতে পারে একমাত্র যুবশক্তি৷ কনভেনশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পূর্ণিমা রায়, নেহরু যুব কেন্দ্রের জোনাল অধিকর্তা সৈয়দ প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক সংস্থার সম্পাদক লিটন শীল৷ ধন্যবাদ জ্ঞাপন করেন নেহরু যুব কেন্দ্রের ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর ভি রাপসাঙ৷ অনুষ্ঠানে রাজ্যপাল রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ১৫ জন যুবককে উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে সম্বর্ধিত করেন৷ সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বিজয় দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *