বার্ড ফ্লু আতঙ্ক জারি, দপ্তর বলল হাঁস-মুরগির মৃত্যু রাণীক্ষেত রোগে

Bird Fluনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ রাণীক্ষেত রোগ এবং ফিতা কৃমি ও অন্যান্য এককোষী পরজীবী জীবাণুর আক্রমণেই রাজ্যের বিভিন্ন স্থানে হাঁস-মুরগির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর৷ দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে কমলপুর মহকুমা সহ রাজ্যের কয়েকটি স্থানে মুরগির রোগ ও মৃত্যু পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে দপ্তরের কর্মীগণ অতি দ্রুততার সাথে ঐ সমস্ত স্থান পরিদর্শন করেন এবং মৃত্যুর কারণ অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেন৷ জেলাস্তর এবং রাজ্যিক প্রাণী রোগ অনুসন্ধান কেন্দ্রের রোগ জীবাণুর পরীক্ষার মাধ্যমে দেখা গেছে বিভিন্ন স্থানে মৃত্যুর কারণ হচ্ছে রাণীক্ষেত রোগ এবং ফিতা কৃমি ও অন্যান্য এককোষী পরজীবা৷
এই উদ্ভুত পরিস্থিতিতে সকল প্রাণী ও পাখি পালকদের অযথা আতঙ্কিত না হওয়ার জন্য দপ্তরের তরফে অনুরোধ জানানো হয়েছে৷ পাশাপাশি সময়মতো বিভিন্ন রোগের টিকাকরণ প্রাণী ও পাখিকে রোগসংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি সে বিষয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে৷ দপ্তরের বক্তব্য প্রাণী পালকগণ অবশ্যই বিনামূল্যে সরকারি এই পরিষেবা গ্রহণ করবেন স্বউদ্যোগে৷ মৃত প্রাণী, পাখি যেখানে সেখানে উন্মুক্ত স্থানে না ফেলার জন্য এবং মাটির নিচে গর্ত করে চাপা দিতে ও আশপাশ এলাকাকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সর্বসাধারণের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে দপ্তর৷ পাশাপাশি মৃত পশুপাখির থাকার জায়গা জীবাণুনাশক দ্রব্য দিয়ে পরিষ্কার রাখতে এবং কোন জায়গায় প্রাণী ও পাখির অস্বাভাবিক রোগ ও মৃত্যু দেখা গেলে সময় নষ্ট না করে অতি দ্রুত নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *