গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি বিডিওকে ডেপুটেশন

scamনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ জানুয়ারি ৷৷ সিপিআইএম পরিচালিত ইয়াজেখাওরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছে বিরোধী দল কংগ্রেস৷ দুর্নীতির অভিযোগ এনে গৌরনগর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশান প্রদান করা হয়েছে৷
কৈলাসহরের ইয়াজেখাওয়া গ্রাম পঞ্চায়েতে মারাত্মক দুর্নীতির অভিযোগ এনেছে কংগ্রেস দল৷ কংগ্রেসের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু অভিযোগ এনে গৌরনগর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশান প্রদান করা হয়৷ বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে কাজ না করিয়ে বরাদ্দ সৃকত অর্থ হাকিজ করে দেওয়া হয়েছে৷ এ ধরনের কিছু দৃষ্টান্তও তুলে ধরা হয়েছে৷ ইয়াজেখাওয়া গাঁওসভার ২ নম্বর ওয়ার্ড ও ৩ নম্বর ওয়ার্ডে যিনি ডিপটিউভ ওয়েল বসানো হয়েছে বলে কাগজপত্রে তথ্য রয়েছে৷ বাস্তবে সেখানে কোন ডিপ টিউভওয়েল করা হয়নি বলে অভিযোগ৷ বিভিন্ন ওয়ার্ডে মার্কট্রর যে তথ্য রয়েছে তার সঙ্গে বাস্তবের কোন মিলনেই৷ দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে আইননুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়েছে৷
ইয়াজেখাওয়া পঞ্চায়েতের বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অবিযোগ উঠেছিল৷ এ সব অভিযোগ খতিয়ে দেখে কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ পরপর এসব দুর্নীতিকে কেন্দ্র করে এলাকার মানুষজনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *